হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে দুটি ইট ভাটা উচ্ছেদ করলো পরিবেশ অধিদপ্তর

কেশবপুরে দুটি ইট ভাটা উচ্ছেদ করলো পরিবেশ অধিদপ্তর

কর্তৃক Editor
০ মন্তব্য 107 ভিউজ

কেশবপুর(যশোর) প্রতিনিধি :

যশোরের কেশবপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুৃমোদন ছাড়াই ইট ভাটা পডিরচপালনা করার অপরাধে রোববার সকালে পরিবেচশ অধিদপ্তরের উদ্যোগে দুটি ইট ভাটা উচ্ছেদ করে।

কেশবপুর উপজেলার সাতবাড়িয়ার সুপার ব্রিকস ও বেগমপুরে রিপন ব্রৃীকস এ দুই টি ইটের ভাটা পরিবেশ অধিদপ্তরের যশোর অফিসের কর্মকর্তা রোজিনা আক্তার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা ভাটার আগুন লিভিয়ে দেয় এবং পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা মি গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় সময় উপস্থিত ছিলেন, কেশবপুর থানা পুলিশ । দীর্ঘদিন ধওে কেশবপুরের অকিাংশ ইট ভাটা অনুমোদন ছাড়াই পরিচালনা হয়ে আসছে। পরিবেশ অধিদপ্তরের কমৃকর্তা রোজিনা আক্তার সাংবাদিকদের বলেন, পর্যায়ক্রমে অনুমোদনবিহীন ইট ভাটা উচ্ছেদ অভিযান অব্যহত থািকবে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন