হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে চারুকারু ও নৃত্য বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলে চারুকারু ও নৃত্য বিষয়ের উপর সাংস্কৃতিক বিষয়ক শিক্ষাবোর্ড ধ্রুব পরিষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষক ছিলেন দেবব্রত দাস ও আলেয়া আক্তার প্রেমা।

শুক্রবার সকালে পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে, সহসভাপতি সাহা বৈদ্যনাথ, সহকারী পরিচালক শ্রাবন্তী রায় ও মৌসুমী সরকার, লোকজ একাডেমীর পরিচালক এস এম সিনাজুল ইসলাম।।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন