হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে করোনা আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু

কেশবপুরে করোনা আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 114 ভিউজ

নিজস্ব প্রতিনিধি, কেশবপুর:
যশোরের কেশবপুরের মজিদপুর গ্রামের জাহিদা বেগম 50 নামে এক গৃহবধূ করণা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। জাহিদা বেগম মজিদপুর গ্রামের আবদুল বারিকের স্ত্রী।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন সাংবাদিকদের জানান ওই গৃহবধূ গত 12 জুলাই করণা উপসর্গ নিয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

১৩ ই জুলাই চিকিৎসারত অবস্থায় তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিনোম সেন্টারে পাঠানো হয়। 14 জুলাই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ছাড়পত্র দিয়ে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেয়া হয় । কিন্তু এই গৃহবধূ উন্নত চিকিৎসা না নিয়ে তার বাপের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দমদম বাজার এলাকায় অবস্থান করে।

১৫জুলাই তার নমুনা পরীক্ষায় করো না পজেটিভ আসে। বৃহস্পতিবার দুপুরে ওই গৃহবধূ মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর জানতে পেরে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কে বিষয়টি জানানোর পর সেখানে তার লাশ দাফনে আপত্তি উঠানো হয় ।

মৃতার স্বামী তার স্ত্রীকে মজিদপুর গ্রাম এলাকায় নিয়ে আসে এবং দাফনের প্রস্তুতি নেয় । এ রিপোর্ট লেখা পর্যন্ত কেশবপুর উপজেলায় 63 জন করে আক্রান্ত হয়েছেন এবং 40 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন