স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
পারিবারিক কলহের জের ধরে কেশবপুরে এক স্বর্ণশিল্পী আত্বহত্যা করেছে। জানাগেছে, উপজেলার আলতাপোল মিস্ত্রীপাড়া গ্রামের মুকুন্দ হাজরার ছেলে দিপু হাজরা (১৯) পারিবারিক কলহের জের ধরে বুধবার দিনগত গভীর রাতে বাড়ির পাশে বাতাবী লেবুর গাছে গলায় শাড়ি পেঁচিয়ে আতহত্যা করেছে। তার মুত্যুতে কেশবপুরের সকল জুয়েলারী দোকান বৃহস্পতিবার বন্ধ রেখে শোক প্রকাশ করেন।
পূর্ববর্তী পোস্ট