হোম ফিচার কেশবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ জনের বিপরীতে নৌকার মাঝি হতে চান ৭০ জন

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশি দের নিয়ে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের ১১ চেয়ারম্যান পদের বিপরীতে নৌকার মাঝি হতে চেয়েছেন ৭০ জন সম্ভাব্য প্রার্থী ।

শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা হাজির হন। সকাল থেকে দলীয় কার্যালয় ছিলো জমজমাট । সকাল থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা তাদের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপস্থিত হন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, সহ সভাপতি মনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ স¤পাদক ইয়ার মাহমুদ, সাংগঠনিক স¤পাদক মুস্তাফিজুল ইসলাম মুক্ত, দপ্তর স¤পাদক মফিজুর রহমান প্রমুখ।

এ সময় ১১ ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগের ৭০ জন নেতৃবৃন্দ চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গেীতম রায় জানান তিনি কেশবপুর ৬নং সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী । সেই লক্ষ্য দলীয় প্রার্থী হতে তিনি বায়োডাটা জমা দিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনোয়ার হোসেন বলেন, ১১টি ইউনিয়ন থেকে ৭০ জন দলীয় প্রার্থী হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। তাঁদের নিয়ে দলীয় কার্যালয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন বলেন, যারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী তাদের বায়োডাটা জমা দিতে বলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন