হোম জাতীয় কেন ও কোন অপরাধে প্রথম আলো-ডেইলি স্টারে আগুন লাগানো হলো: সম্পাদক মাহফুজ আনাম

কেন ও কোন অপরাধে প্রথম আলো-ডেইলি স্টারে আগুন লাগানো হলো: সম্পাদক মাহফুজ আনাম

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

নিউজ ডেস্ক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। কেন ও কোন অপরাধে এ দুটি গণমাধ্যমের কার্যালয়ে আগুন লাগানো হলো সে প্রশ্ন রেখেছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। অন্যান্য গণমাধ্যমকেও এ প্রশ্ন তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২১ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ প্রশ্ন তোলেন মাহফুজ আনাম।

তিনি বলেন, ‘বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে কোনো গণমাধ্যমের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। প্রথমবারের মতো প্রথম আলো-ডেইলি স্টারের অফিসে আগুন জ্বালালো। কেন? আমরা কি অপরাধ করলাম?’

অপরাধ কী— এই প্রশ্ন প্রতিটি গণমাধ্যমকে করার আহ্বান জানিয়ে দ্য ডেইলি স্টার সম্পাদক বলেন, ‘তবে ভবিষ্যতের দিকে আমি তাকাতে চাই। রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হবে— ক্রিটিক্যাল মতপ্রকাশের স্বাধীনতা। মতপ্রকাশের স্বাধীনতা আছে, তবে আপনার সমালোচনা করব সেইটার স্বাধীনতা।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি মিডিয়ার সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ, কারণ ক্ষমতার বাইরে। ক্ষমতায় গেলে আপনি কেমন হবেন সেটা যখন আমরা দেখব— আপনি একই রকম উদার, একইরকমভাবে সমালোচনা গ্রহণ করছেন।’

এ সম্পাদক জানান, ৫৩ বছরের ইতিহাসে কোনো সরকার ক্রিটিক্যাল জার্নালিজম মেনে নেয়নি। এসময় বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আশা করব— নতুন বাংলাদেশে আপনারা ক্রিটিক্যাল জার্নালিজম নেবেন।’

তবে তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ গড়ে উঠবে, সেখানে ক্রিটিকাল জার্নালিজম থাকা জরুরি বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, নৈতিকতাই সাংবাদিকতা। আমরা ভুল করলে ক্ষমা চাইব। কিন্তু নির্বাচিত সরকার যেন গণতন্ত্রের পথে এগিয়ে যায়, সে জন্যই আমরা সমালোচনা করি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন