নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট’ তথ্য প্রচারের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকার নোঙর একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের শহর শাখার সদস্য সচিব মো. শাহিন ইসলাম।
সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোল্যা মোহাম্মদ মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান, কেন্দ্রীয় নেতা তাইজুল এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বিরুদ্ধে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে। তারা অভিযোগ করেন, ‘গুপ্ত সংগঠনের সহযোগিতায় এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে,’ যা ছাত্রদলের মর্যাদা ক্ষুণ্ণের অপচেষ্টা বলে উল্লেখ করেন শহর ছাত্রদল নেতারা।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, মোল্যা মোহাম্মদ মুসা একজন সৎ, পরিচ্ছন্ন ও মেধাবী ছাত্রনেতা। দীর্ঘদিন ধরে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং বর্তমানে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন জেলা ও উপজেলায় টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে। বর্তমানে রংপুর বিভাগের দায়িত্বে থেকে তিনি নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা সাংবাদিকদের উদ্দেশে বলেন, বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে যাচাই করা সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাতক্ষীরা দিবা–নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সাবেক কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা পৌর ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সরকারি কলেজের ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন রাহিব, মোহাম্মদ সবুজ ও আহাদুজ্জামান নাঈম।
সংবাদ সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেন শহর ছাত্রদলের নেতারা।
