জাতীয় ডেস্ক :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের সোনাহাট ব্রিজের দক্ষিণ দিকে নির্মাণাধীন সড়ক সেতু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা। নদীতে ভেসে আসা মরদেহটি ভারতীয় যুবকের হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
পাইকেরছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, অর্ধগলিত মরদেহটি দেখে প্রাথমিকভাবে মুসলমান বলে প্রতীয়মান হয়েছে। বয়স ৪০ মতো হবে। পাইকেরছড়াসহ আশেপাশের এলাকার কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে উত্তর দিকে প্রায় ৭ কিলোমিটার উজানে শিলখুঁড়ি ইউনিয়ন দিয়ে ভারত থেকে বাংলাদেশ প্রবেশ করেছে দুধকুমার নদ। এজন্য ভেসে আসা মরদেহটি ভারতীয় যুবকের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরির পর বিকেল ৩টার দিকে মরদেহ থানায় নেওয়া হয়।
রোববার (১৩ ফেব্রুয়ারি) ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন ভূরুঙ্গামারী থানার ওসি মো. আলমগীর হোসেন।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মৃতদেহটির পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
