হোম অন্যান্যসারাদেশ কুলিয়ারচরে  ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয়ে উদ্বোধনের আগেই ফাঁটল
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন সেসিপ প্রকল্পের আওতায় ৮০ লক্ষ টাকা ব্যায়ে নির্মান কাজ শেষ হতে না হতেই ভবনে ফাঁটল দেখা দিয়েছে। উদ্বোধনের আগে ফাঁটল দেখা দিলেও রহস্যজনক কারণে দায়িত্বে থাকা কর্মকর্তার নজরে আসেনি বিষয়টি।
জানা যায়, গত বছরের ২৮ ফেব্রুয়ারী সেসিপ প্রকল্পের আওতায় চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মান কাজের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সাংসদ ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর পর কিশোরগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক কিশোরগঞ্জের ঠিকাদারী প্রতিষ্ঠান রিমি এন্ড কোং এর মাধ্যমে ডিসেম্বর মাসে নির্মাণ কাজ শেষ করেন।
সংশ্লিষ্ঠ ঠিকাদার শিপলু জানান, চলতি বছরের জানুয়ারীর মাঝামাঝি সময়ে নবনির্মিত ভবনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাকুর রহমানের নিকট বুঝিয়ে দিয়েছি। এসময় কোথাও কোন প্রকার ফাঁটল চোখে পরেনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাকুর রহমান নবনির্মিত ভবনটি ঠিকাদারের নিকট থেকে বুঝে নেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদারকীর দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার। তিনিই তদারকী করেছেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি এক চিঠি পেয়ে একদিন ভবন নির্মাণ কাজ দেখতে ওই বিদ্যালয়ে গিয়ে ছিলাম কিন্ত কোন ফাঁটল দেখতে পাননি।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন