কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
আজ ১২ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক রাত ৬.৩০ মিনিটে কুলিয়ারচরের বাজরা- আগরপুর বাসস্ট্যান্ডের মাঝামাঝি আখড়ার মোড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় রমিজ উদ্দিন (৬০) নামের এক ব্যাক্তির রহস্য জনক মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত ওই ব্যাক্তির বাড়ি আগরপুর।
জানা যায়, অজ্ঞাত গাড়ি তাকে মেরে রাস্থার পাশে ফেলে রাখে। পরে এক সিএনজি অটো চালক তাকে দেখতে পেয়ে স্থানীয় এক ফার্মেন্সীতে নিয়ে যায়। ফার্মেন্সীর পল্লী চিকিৎসক তাকে পরীক্ষা- নীরিক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
ভৈরব হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে আমাদের পুলিশ অফিসার রয়েছেন। স্থানীয় চেয়ারম্যান আসলে ডেটবর্ডি হাইওয়ে থানায় নিয়ে আসা হবে পরে এডিএম এর পারমিশন আনতে পারলে লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।
