মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর হবে কুলিয়ারচরের ইউপি নির্বাচন। নির্বাচনের আর ৫ দিন বাকী রয়েছে। এরই মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘটেছে প্রার্থীদের প্রচার কাজে বাঁধা, কর্মী- সমর্থকদের ওপর হামলা সহ বাড়ি- ঘর ভাংচূড়ের মত ঘটনা।
নির্বাচন নিকটবর্তী হওয়ার সাথে সাথে এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা রয়েছেন সঙ্কা ও আতঙ্কগ্রস্থ! ভোটারদের ভোট দান নিয়ে রয়েছেন উদ্বিগ্ন। সাধারণ ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে বিপুল ভোটে বিজয়ী হবে বলে অনেক স্বতন্ত্র প্রার্থীদের ব্যাক্তিগত অভিমত। ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীদের ভোট দানে হয়ে আছেন ব্যাকুল।
১ নং গোবরিয়া- আব্দুল্লাহপুর ইউনিয়নের চশমা মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্বাস উদ্দিন বলেন, প্রশাসন যদি সতর্ক থাকে এবং মিডিয়া যদি সোচ্চার হয় তবে আমি আশা করি জনগন স্বতস্ফুর্ত ভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে।
অটোরিক্সা মার্কার স্বতন্ত্র প্রার্থী মোঃ সালাহউদ্দিন খাঁন শাজাহান বলেন, আমার ইউনিয়নে ভোটাররা ভোট দিতে পারবে কি না এ নিয়ে খুব আতঙ্কের মধ্যে রয়েছে। আমি চাই আমার ইউনিয়নে সুষ্ঠ ও সুন্দর নির্বাচন হোক। নির্বাচন সুষ্ঠ হলে আমি বিজয়ী হব।
মটর সাইকেল মার্কার স্বতন্ত্র প্রার্থী মোঃ সাইফুল ইসলাম বলেন, নির্বাচনের মাঠে এসে আমি সংশয় ও আতঙ্কের মধ্যে আছি। আমার ভোটার ও সমর্থকদের নানা হুমকী- ধামকী দেওয়া হচ্ছে। আমার এলাকায় আমি প্রশাসনের হস্তক্ষেপে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি। নির্বাচন নিরপেক্ষ হলে আমি বিপুল ভোটে বিজয় লাভ করবো।
৪ নং উছমানপুর ইউনিয়নের মটর সাইকেল মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আনিছ মিয়া বলেন, আমার ইউনিয়নে ২টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। নির্বাচনের দিন পূর্ব নাজির দিঘী, পশ্চিম নাজির দিঘী কেন্দ্র গুলোতে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন। সুষ্ঠ নির্বাচন হলে আমি নির্বাচনে জয় লাভ করার প্রত্যাশা রাখি।
আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ সেলিম মিয়া বলেন, আমি স্থানীয় প্রশাসনের কাছে একটি অবাঁধ ও নিরপেক্ষ নির্বাচনের আশা করছি। নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয় লাভ করবো।
৫ নং ছয়সূতী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ দ্বীন ইসলাম বলেন, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত জবাবদিহী মূলক নাগরিক বান্ধব আদর্শ ইউনিয়ন গঠনে আমি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি।
মটর সাইকেল মার্কার স্বতন্ত্র প্রার্থী দীন ইসলাম বলেন, আমাদের ইউনিয়নে নির্বাচন সুষ্ঠ হোক এটাই আমরা চাই। প্রত্যাশা রাখি নির্বাচন সুষ্ঠ হলে আমি জিতবো।
৭ নং ফরিদপুর ইউনিয়নের চশমা মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান মুছা বলেন, আমার ইউনিয়নে প্রশাসন ও সরকারের কাছে সুষ্ঠ নির্বাচনের দাবী রাখি। নির্বাচন সুষ্ঠ হলে আমি বিজয়ী হব।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের তরুণ ভোটাররাও চায় নির্বাচন অবাঁধ ও সুষ্ঠ হোক। জীবনের প্রথম ভোট তাদের পছন্দের প্রর্থীদের প্রয়োগ করার দাবী জানান তারা। সুশৃঙ্খল নির্বাচনে অংশ গ্রহণের প্রত্যাশা কুলিয়ারচরের তরুণদের।
