কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগন্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচন বর্জন করেছেন বিএনপি’র মেয়র প্রার্থী নুরুল মিল্লাত। আজ ১৬ জানুয়ারী শনিবার দুপুর ১২ টায় বেতিয়ারকান্দি এলাকায় এক সংবাদ সন্মেলন করে এই বর্জনের ঘোষনা দেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থকরা বিএনপির প্রার্থীর এজেন্টদের মারধর করে বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দিয়েছে।
এছাড়া কেন্দ্রগুলিতে ভোটারদের ইভিএম- এ নৌকা মার্কায় ভোট দিতে বাধ্য করছে। ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। সংবাদ সন্মেলনে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা শরীফুল আলম সহ দলিয় নেতা- কর্মীরা।