হোম অন্যান্যসারাদেশ কুলিয়ারচরে ট্রাকের ইঞ্জিন উল্টে ড্রাইভারের মৃত্যু

কুলিয়ারচরে ট্রাকের ইঞ্জিন উল্টে ড্রাইভারের মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 120 ভিউজ

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উছমানপুরে বালির ট্রাকের ইঞ্জিন উল্টে মোঃ খোকন মিয়া নামে এক চালকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৯ টায় উছমানপুর ইউনিয়নের নাজিরদীঘির নামারবন নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খোকন উছমানপুর বন্দেরহাটি মোঃ কাঞ্চন মিয়ার ছেলে। প্রতিদিনের ন্যায় ট্রাক দিয়ে মাটি টানার সময় হঠাৎ রাস্তায় ট্রাকের চাকা আটকে গিয়ে ইঞ্জিনের মধ্যে চাপা পড়ে খোকন জ্ঞান হারায়।

পরে তাকে উদ্ধার করে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ বলেন, আমাদের কাছে এই ধরণের কোন অভিযোগ আসেনি। বিষয়টি সম্পর্কে অবগত নই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন