হোম ফিচার কুলিয়ারচরে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কুলসুম আক্তার নামে এক গৃহবধূকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতা গৃহবধূ কুলসুম আক্তার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা সুলতান মিয়ার মেয়ে বলে জানা গেছে।

মোঃ শাহাবুদ্দিনের স্ত্রী কুলসুম আক্তার (৩৫) কে তার দেবর হাবিবুল্লাহ (২০), ননদ দোলেনা আক্তার লিজা (৩০) ও রেহেনা আক্তার (২২) মারপিট ও অত্যাচার করে রক্তাক্ত যখম করে। পরে কুলসুমের বড় মেয়ে তার মাকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তী করেন। এ ঘটনায় গত ১৮ আগষ্ট বুধবার ওয়ান- স্টপ ক্রাইসিস সেলে একটি অভিযোগ করা হয়।

জানা যায়, কুলসুমের শ্বশুর, শ্বাশুরি, ননদ, দেবর ও স্বামী কুলসুমকে অনেকদিন ধরে অত্যাচার নির্যাতন করে আসছে। কুলসুমকে তার স্বামী কিছু দিন পরপর অত্যাচার- মারপিট করে বাবার বাড়ি পাঠিয়ে দেয়।

কুলসুমের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে ওয়ান- স্টপ ক্রাইসিস সেল, কুলিয়ারচর শাখা তাকে আইনী সহায়তার জন্য থানায় রেফার করে। এ বিষয়ে কুলসুম নিজে বাদি হয়ে কুলিয়ারচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ওয়ান স্টপ ক্রাইসিস এর প্রোগ্রাম অফিসার এম.এ.বাকি বিল্লাহ বলেন, কুলসুম গুরুতর আহত হওয়ায় আমরা তার প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের ব্যবস্থা করি৷ পরবর্তীতে প্রয়োজনীয় বিষয়ে আইনী সহায়তার জন্য আমরা তাকে থানায় রেফার করি।

কুলসুমের স্বামী শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ভাই একটু পাগলের মত।

এ ব্যাপারে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন সাংবাদিকদের বলেন, কুলসুম সহজ সরল মেয়ে। ক’দিন পরপরই তাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেয়া হয়।কুলসুমকে কয়েকবার আমি তার বাবার বাড়ি থেকে এনে তাদেরকে মিলিয়ে দিয়েছি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন