মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলার ফরিদপুর ইউনিয়নের কাটাখালী সুইস গেট এলাকার উত্তর পাশে ব্রহ্মপুত্র নদের পাড়ে অজ্ঞাত যুবকের লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা কুলিয়ারচর থানা পুলিশকে খবর দেয়। পরে থানার এস.আই মোঃ নয়ন চৌধুরী ও ফরিদপুর ইউনিয়ন বিট অফিসার এমদাদুল হক ও এ.এস.আই নজরুল ইসলাম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
লাশের পরনে, সাদা গেঞ্জি, জিন্সের প্যান্ট, পায়ে চামড়ার জুতা ও মুখে মাস্ক পরা ছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভৈরব-কুলিয়ারচরের সার্কেল (এ.এস.পি) রেজুয়ান দীপু ও কুলিয়ারচর থানার ওসি তদন্ত কে.এম মাহফুজ হাসান। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।