হোম জাতীয় কুয়াশা বিন্দুর একক চিত্র প্রদর্শনীতে কবিতা-গান

জাতীয় ডেস্ক :

‘গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ চলছে কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা আবৃত্তি। মৃদুস্বরে বাজছে বাঁশের বাঁশি। কেউবা গলা ছেড়ে গাইছেন লোকসংগীত, কেউবা আবার ঘুরে ঘুরে দেখছেন সারি সারি সাজানো নানা চিত্র প্রদর্শনী।

গাজীপুরে বিল বেলাইয়ের মাঝখানে খাতিয়া ব্রিজের ওপর ছিল এমন মনোমুগ্ধকর আয়োজন।

শুক্রবার (০৫ আগস্ট) ছুটির দিন হওয়ায় নির্মল প্রকৃতিপ্রেমীদের ভিড় ছিল সেখানে। বাড়তি মাত্রা যোগ করেছে শিল্পী কুয়াশা বিন্দুর ১১তম একক চিত্র প্রদর্শনী।

আয়োজকরা বলছেন, মূলত গ্রামের মানুষ যেন সহজেই এই শিল্পকর্ম দেখে প্রকৃতি রক্ষা আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারেন- সে কারণেই এমন উদ্যোগ।

ভিন্ন ভিন্ন স্থানে বছরব্যাপী এমন আয়োজন করেন বলেও জানান তারা।

প্রদর্শনীতে কবিতা আবৃত্তি করেন কথা সাহিত্যিক ও কবি রিপন বাশার, কবি সুবর্ণ কুমার মজুমদার, কবি মাধব চন্দ্র মণ্ডল ও কবি মামুন শেখ।

এ ছাড়া গান পরিবেশন করেন সংগীতশিল্পী সজল, জুয়েল হাসান ও দিপু।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন