হোম খুলনাবাগেরহাট কুমিরের আক্রমনে আহত জেলে পেয়েছেন বন বিভাগের আর্থিক সহায়তা 

কুমিরের আক্রমনে আহত জেলে পেয়েছেন বন বিভাগের আর্থিক সহায়তা 

কর্তৃক Editor
০ মন্তব্য 64 ভিউজ
জসিম উদ্দিন:
সুন্দরবন সংলগ্ন নদে কাঁকড় ধরার সময় কুমিরের হামলায় আহত জেলে সাইফুল ইসলাম পেয়েছেন সরকারী সহায়তা। আজ সোমবার(৬ অক্টোবর)  সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী এ আর্থিক সহায়তার চেক  বুঝিয়েদেন।
বন বিভাগ সুত্রে জানাযায়, গেল বছরের ৭ অক্টোবর পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীতে কাঁকড়া আহরন করছিলেন জেলে সাইফুল জমাদ্দার।  এসময় তিনি কুমিরের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।দুই মাস খুলনা মেডিকেল কলেজে চিকিৎসা নিয়ে সুস্থহন।  এর পর সাইফএল ইসলামের পক্ষ থেকে সরকারী সহায়তার জন্য আবেদন করা হয়। সকল প্রক্রিয়া শেষ করে আজ সোমবার বন বিভাগের পক্ষ থেকে তার হাতে এক লক্ষ টাকার সরকারী সহায়তার চেক হস্তান্তর করা হয়।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান,বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত ব্যক্তির ক্ষতিপূরণ বিধিমালা রয়েছে। যেটি ২০২১  অনুসারে অনুনোদন হয়। সেই বিধান মতে কুমিরের আক্রমণে আহত ব্যাক্তির আবেদনের পর প্রয়োজনীয় তদন্ত করা হয়। এর পর অনুমোদন হয় এক লক্ষ টাকা। আজ  ক্ষতিপূরণের এক লক্ষ টাকার চেক আহত সাইফুল জমাদ্দার কে বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো  জানান, এছাড়া গত ৩১ মে-২০২৫ সুন্দরবন সংলগ্ন ঢাংমারী খালে গৃহস্থালি কাজ করার সময় কুমিরের হামলায় আহত হন সুচিত্রা সরদার নামক এক গৃহিনী। তিনি ক্ষতিপুরনের জন্য আবেদন করেছেন। সেটি প্রক্রিয়াদিন আছে।
এদিকে গত ৩০ সেপ্টেম্বর বনের করমজল খালে কাঁকড়া ধরার সময় কুমিরের হামলায় নিহত হয় সুব্রত মন্ডল নামক এক জেলে। #র্#

সম্পর্কিত পোস্ট

মতামত দিন