হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবিনা আক্তার (২০), নামের এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার ভোরে কটিয়াদী পৌরসভার কমরভোগ এলাকা থেকে ওই প্রবাসীর স্ত্রীর মৃতদেহ উদ্বার করে থানা পুলিশ।

নিহত সাবিনা আক্তার,পৌরসভার কমরভোগ গ্রামের ফুলু মিয়ার কন্যা ও সৌদি প্রবাসী দ্বীন ইসলামের স্ত্রী।

সূত্রে জানা যায়, ভোরে সাবিনা আক্তারের বাবা ঘুম থেকে উঠে বসত ঘরের দরজা খোলা দেখে সাবিনা আক্তারকে ডাকতে থাকে। ডাকে সারা না পেয়ে বসত ঘরে প্রবেশ করে রক্তমাখা লাশ দেখতে পায়, সাবিনার বাবা ফুলু মিয়া। লাশ দেখে চিৎকার শুরু করলে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্বার করে, ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম জলিল জানান, মেয়েটির গলায়, পেটে ও বুকে ধারারো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছি। ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন