কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাতু মিয়া, (৬০) নামে এক মৎস্য খামারের নৈশপ্রহরীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। আজ শুক্রবার সকালে উপজেলার চাঁন্দপুর, ইউনিয়নের নিমুক পুড়ুরা গ্রামে রেললাইনের পাশ থেকে মাতু মিয়ার, লাশ উদ্ধার করেছে কটিয়াদী থানা পুলিশ। নিহত মাতু মিয়া উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আবদুর রহিমের পুত্র।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাতু মিয়া, মৎস্য খামারে পাহারা দিতে গেলে তিনি নিখোঁজ হন বলে তার পরিবারের লোকজন জানান।
তার ছেলে হৃদয়, শুক্রবার ভোরে মৎস্য খামারের সাথে রেললাইনের পাশে তার বাবার মৃতদেহ পড়ে থাকতে দেখে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মৎস্য খামারের নৈশপ্রহরী মাতু মিয়াকে, হত্যা করে রেললাইনের পাশে ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
s