কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে, কোচিং সেন্টার খোলা রাখার দায়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে ২ কোচিং সেন্টারে জরিমানা করা হয়। সে সাথে কোচিং সেন্টার দুটি সিলগালা করা হয়।
আজ ১৮ ডিসেম্বর শুক্রবার শহরের কনফিডেন্স কোচিং সেন্টার ও সাইন্স রেডিয়েন্ট প্রোগ্ৰাম নামক দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর, নির্দেশনা মোতাবেক সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অবৈধভাবে চালু রাখা শহরের বিভিন্ন কোচিং ও প্রাইভেট সেন্টারগুলোতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময়, শহরের কনফিডেন্স কোচিং সেন্টার ও সাইন্স রেডিয়েন্ট প্রোগ্রামকে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং চালু রাখায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় সর্বমোট ২৫,০০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং কোচিং সেন্টার দুটি সিলগালা করা হয়। এই বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালেক্টরেটের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উবায়দুর রহমান সাহেল ও শফিকুল ইসলাম।
এছাড়াও সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক ছাড়া রাস্তায় চলাচল, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল চালনা করার অপরাধে ৭ জনকে দন্ডবিধি, ১৮৬০ ও সড়ক পরিবহন আইন, ২০১৮ এর নির্দিষ্ট ধারায় ৭,৬০০ টাকা অর্থদণ্ড করা হয়।
s