হোম ফিচার কিশোরগঞ্জের কে এই ইদ্রিস আলী? চলচিত্রে যার অবদান অসামান্য!
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
ইদ্রিস আলীর, বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে। বাংলা চলচিত্রের দর্শক নন্দিত চিত্র নায়ক হলেন তিনি।
ছাত্র জীবনে পড়াশুনার পাশাপাশি ঢাকা মঞ্চ নাটকের সাথে সম্পৃক্ত হন তিনি। ৯০ এর দশকের জনপ্রিয় এ অভিনেতা কাজ করেছেন ৩০০ টিরও অধীক চলচিত্রে। “বেদের মেয়ে জোসনা” তার অভিনিত বাংলাদেশের সেরা ব্যবসা সফল চলচিত্র।
শুধু নায়ক হিসেবেই নয়, সামাজিক সংগঠক হিসেবেও তার খ্যাতাব রয়েছে অসামান্য। ১৯৯৩ সালে তার স্ত্রী সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে তিনি “নিরাপদ সড়ক চাই” নামক একটি সামাজিক সংগঠন গড়ে তুলেন।
কর্ম জীবনে একাধিক জাতীয় চলচিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। করিমগঞ্জের এই ইদ্রিস আলী আর কেউ নয়, আমাদের আজকের নায়ক ইলিয়াস কাঞ্চন।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন