হোম জাতীয় কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার

জাতীয় ডেস্ক :

আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জেএমবি সদস্যকে ছিনিয়ে নেওয়ার পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) রাতে কাশিমপুর থানার ওসি রাহাত এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকার জজ আদালতের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি আবু সিদ্দিক ও মইনুল ইসলামকে ছিনিয়ে নেওয়া হয়। তবে একই দিন সকালে অন্য একটি মামলার শুনানিতে হাজির করতে কাশিমপুর কারাগার থেকে ঢাকার আদালতে নেওয়া হয়েছিল তাদের।

পলাতক দুই জঙ্গি আবু সিদ্দিক ও মইনুল ইসলাম প্রকাশক ফয়সাল আরেফিন দীপন ও অভিজিৎ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

কারা পুলিশ জানান, কারা পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও তৎপর রয়েছে। কারাগারের প্রধান গেইটে চেকপোস্ট বসিয়ে নজরদারি বাড়ানো হয়েছে। প্রবেশ বা ভেতরে বের হবার সময় তল্লাশি করা হচ্ছে।

কাশিমপুর থানার ওসি রাহাত জানান, গাজীপুরের কেন্দ্রীয় কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন