হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন কমিটির আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগষ্ট শনিবার সকাল ১২ টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহকারী মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ কর্মসূচী তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন ক্ষেত্র সরকারি (ডেপুটেশনে) উজ্জল অধিকারী।

মতবিনিময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ও বিজয় নিউজ এর সম্পাদক হাফিজুর রহমান শিমুল, দৈনিক দৃষ্টিপাতের প্রতিনিধি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সুপ্রভাত সাতক্ষীরা নিজস্ব প্রতিনিধি শাওন আহমেদ সোহাগ, বিজয় নিউজ ২৪ এর সহকারী বার্তা প্রধান শেখ আতিকুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোদাচ্ছের হোসেন জন্টু প্রমূখ।

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানমালা মধ্যে রয়েছে সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যের বিষয় নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা, মাছ চাষের বিষয়ে বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ (মাছের খাদ্য, চুন, সার, খৈল) ইত্যাদি‌।

মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের বিষয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার পর্যায়ের কর্মকর্তাগণের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় ও মৎস্য সপ্তাহ পালনের নানাবিধ সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সর্বত্র সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ্য চলতি অর্থবছরে মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ও মহামারী করোনাভাইরাস এর প্রাদুর্ভাব কালীগঞ্জ উপজেলায় অনলাইন ফিস মার্কেট বাস্তবায়নে সারাদেশে আলোচিত ও মডেল হয় কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ পদক এর জন্য মনোনীত করা হয়েছে। আগামীকাল জাতীয় মৎস্য সপ্তাহ পদক গ্রহণ করবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন