হোম খুলনাঝিনাইদহ কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরীর সরাঞ্জমাদী উদ্ধার , আটক -২

কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরীর সরাঞ্জমাদী উদ্ধার , আটক -২

কর্তৃক Editor
০ মন্তব্য 21 ভিউজ

শিপলু জামান:

ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জমাদী, চকলেট বাজি, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। এসময় লাল মিয়া ও জাহাঙ্গীর আলম নামে দুইজনকে আটক করা হয় । সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা তেহরীহুদা গ্রামে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জমাদী উদ্ধার করে। অভিযানে আটক লাল মিয়া তেহরীহুদা গ্রামের রোস্তম মন্ডল ও জাহাঙ্গীর আলম নুরুজ্জামানের ছেলে।

যৌথ অভিযানের নেতৃত্ব থাকা মেজর আকিকুর রহমান রুশাদ জানান, উপজেলার মল্লিকপুর বাজারে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, তেহরীহুদা গ্রামের লাল মিয়ার বসতবাড়ির ভেতর কিছু লোক অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করছে এবং তাদের হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জমাদী আছে। রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌছে আসামীদের দেশীয় আগ্নেয়া অস্ত্র তৈরি করা অবস্থায় হাতেনাতে আটক করি। এসময় তাদের কাছ থেকে দেশীয় পিস্তল তৈরি কাজে ব্যবহৃত ২ টি লোহার বডি, একটি লোহা কাটার করাত, দুইটি মোবাইল, একটি লোহার তৈরি দেশীয় পাইপগান, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ১ রাউন্ড শটগানের গুলি, ২টি রাইফেলের গুলির খোসা, ১টি গুলির পিলেট, আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত সিং, ৬টি ব্যারেল, একটি লোহার পাইপ, একটি কাঠের বাটযুক্ত ছোরা, একটি পুরাতন চাইনিজ কুড়াল, ৮টি চকলেট বাজিসহ ২১,৫৫০ টাকা উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র, গুলি, আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জম এবং চকলেট বাজি নিজ হেফাজতে রাখার অপরাধে বিস্ফোরক আইনে তাদের নামে মামলা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন