হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা):
অনেক আশার প্রদীপ প্রথম পুত্র সন্তানের জন্ম দিয়ে মা ডাক শোনা হলো না অনূর্ধ্ব -১৯ বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের কৃতি ফুটবলার রাজিয়া সুলতানার। জাতীয় দলের এই কৃতি ফুটবলার রাজিয়া সুলতানা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথ পুর গ্রামের হতদরিদ্র অতি সাধারণ ঘরের মেয়ে।
গত ১৩ই মার্চ রাত আনুমানিক ১০ টার দিকে লক্ষীনাথ পুর গ্রামের নিজ বাড়িতে প্রথম একটি পুত্র সন্তান প্রসব করে। রাত আনুমান ৩ টার দিকে হৃদযন্ত্রে ব্যথায় আক্রান্ত হয়ে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে এই কৃতি খেলোয়াড় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল বাদ জোহর তার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক রাজিয়া সুলতানা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেলের হাত থেকে পুরস্কার নিতে দেখা গেছে। এখন সেগুলো শুধু স্মৃতি হয়ে পরিবারের কাছে ঘরের দেওয়ালে শোভা পাবে।