কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালীগঞ্জ উপজেলায় এসএসসি এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা নকলমুক্ত পরিবেশে করার জন্য এক প্রস্তুতি সভা অনুষ্ঠান হয়েছে। ৭ নভেম্বর রবিবার সকাল ১১ টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলনকক্ষে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারদের উপস্থিতিতে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরীক্ষা কেন্দ্রের সভাপতি খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি )মোঃ রোকনুজ্জামান বাপ্পি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব বরুণ কুমার দত্ত, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সারথি, সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হযরত আলী, রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হোসেন, কালিগঞ্জ নাসরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আবদুর রহমান, নলতা কেন্দ্রীয় আলিম মাদ্রাসার প্রিন্সিপাল শফিউল্লাহ হাবিবি, ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহামিনা পারভিন, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারান চন্দ্র ঘোষ, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক খান আবুল বাশার, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক জিএম আবু আব্দুল্লাহ হাসান, সহকারী শিক্ষক সৈয়দ মমিনুর রহমান প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা কেন্দ্র সভাপতি খন্দকার রবিউল ইসলাম বলেন নকলমুক্ত পরিবেশে এসএসসি, ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে, এজন্য পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সকলকে আন্তরিকভাবে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন সুন্দর ভাবে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হলে শিক্ষার্থীরা একটি নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারবে। পরীক্ষা কেন্দ্রে প্রত্যেক শিক্ষার্থীকে মাক্স পরে পরীক্ষা কেন্দ্রে আসার কথা বলেন। তিনি পরীক্ষা কেন্দ্রের সাথে সম্পৃক্ত সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
এবছর কালীগঞ্জ উপজেলায় এসএসসি, এসএসসি ভোকেশনাল ,ও দাখিল পরীক্ষায় সর্বমোট ২১২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এরমধ্যে এসএসসি পরীক্ষায় ১৮১০ জন, ভোকেশনাল পরীক্ষা ৩১৩ জন ও দাখিল পরীক্ষায় ৭২২ জন অংশগ্রহণ করবে বলে জানাগেছে।
এসএসসি পরীক্ষা মূল কেন্দ্র সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, এ কেন্দ্রে সহকারী কেন্দ্র সচিব সহকারী শিক্ষক ইলিয়াস হোসেন, হল সুপার জি.এম আবু আব্দুল্লাহ আল হাসান, উপকেন্দ্র কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সহকারী কেন্দ্র সচিব ঐ স্কুলের সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার, হল সুপার সফিকুল ইসলাম, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, সহকারী সচিব ঐ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারান চন্দ্র ঘোষ, হল সুপার উজ্জিবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু ও ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রে সহকারী সচিব ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগার আলী, হল সুপার কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ট্রেড ইন্সটেক্টর রোকোনুজ্জামান।
এছাড়া দাখিল পরীক্ষা মূল কেন্দ্র কালিগঞ্জ নাসরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র সচিব মাদ্রাসা সুপার মোঃ আব্দুর রহমান ও নলতা আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিব প্রিন্সিপাল সফিউল্লাহ হাবিবী। আগামী ১৪ নভেম্বর থেকে এস.এস.সি, এস.এস.সি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।