হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জের মহৎপুর বীর মুক্তিযোদ্ধা খান আবদুল গফফর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা খান আবদুল গাফফার বয়স (৭৫) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বাধ্যক্য জনিত রোগে অসুস্থ হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বৃহস্পতিবার বাদ জোহর রওজাতুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা নামাজ শেষে মহৎপুর সরকারি গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুম এর জানাযা নামাযের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা ও কালিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা খান আবদুল গফফর কে গার্ড অব অনার প্রদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ ছেলে আত্মীয়স্বজন এলাকাবাসী মসজিদের মুসল্লী ও গুণগ্রাহী উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন