নড়াইল অফিস :
কৃষি বিভাগের উদ্যোগে নড়াইলের কালিয়ায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা কৃষি কর্মকর্তার অফিস চত্বরে ওইসব কৃষি সামগ্রী কৃষকদের হাতে তুলে দেয়া হয়েছে।
উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা গেছে ঠ কৃষি প্রনোদনার আওতায় বোর মৌসুমে চাষাবাদের জন্য উপজেলা ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মধ্যে ওইস কৃষি সামগ্রী বিতরন করা হয়।
এর মধ্যে ২ হাজার কৃষককে ৫ কেজি হারে উচ্চ ফলনশীল জাতের ধানবীজসহ ২০ কেজি সার এবং ৩ হাজার চাষীকে ২ কেজি হারে হাইব্রীড ধানবীজ বিনামূল্যে বিতরন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়। অন্যান্যের মধ্যে ছিলেন, কালিয়ার সহকারি কমিশনার মো. জহুরুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা, ডা. মো. কবির উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা, সুবির কুমার বিশ্বাস প্রমুখ ।