হোম খুলনানড়াইল কালিয়ায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু, আহত ৭

কালিয়ায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু, আহত ৭

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে সাব্বির হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের পিতাসহ উভয় পক্ষের অন্তত জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের বোয়ালেরচর পাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে তৌহিদুল ইসলামের সঙ্গে তার ভাই রুহুল মোল্যার বিরোধ চলে আসছিল। সোমবার সকালে নিয়ে তৌহিদুলের ছেলে সাব্বিরের সঙ্গে তার চাচা রুহুল মোল্যা এবং চাচাতো ভাই নাদের নাহিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাব্বির তার পিতা তৌহিদুলসহ দুই পক্ষের অন্তত জন গুরুতর আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সাব্বিরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়। এদিকে নিহত সাব্বিরের পিতা তৌহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত নিহত সাব্বিরের মরদেহ এলাকায় এসে পৌঁছায়নি। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, “ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন