কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জে ৫০ উর্দ্ধ ব্যক্তিদের মধ্যে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় কালিগঞ্জ সামাদ স্মৃতি মাঠে ক্রিকেটকে হ্যা বলুন ও মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে রজব আলী ক্রিকেট একাদশ ও ফারুক ক্রিকেট একাদশের মধ্যে এক প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় রজব আলী ক্রিকেট একাদশ নির্ধারিত ২০ ওভারে ১৪০ রান সংগ্রহ করে। জবাবে ফারুক ক্রিকেট একাদশ ১২০ রান সংগ্রহ করে। ফলে রজব আলী ক্রিকেট একাদশ জয়লাভ করে। বিজয়ী দলকে একটি বড় খাসি ছাগল উপহার দেওয়া হয়।
পরে ছাগলটি জবাই করে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। খেলাটি উপভোগ করেন ও খেলা শেষে প্রীতিভোজে অংশগ্রহণ করেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের ছোট ভাই বুলবুল ইলেকট্রনিক্স এর মালিক বুলু আহম্মেদ।
রজব আলী ক্রিকেট একাধমের ক্যাপ্টেন রজব আলী সহ সকল খেলোয়াড় ও মারুফ ক্রিকেট একাদশের ক্যাপ্টেন মারুফ সহ সকল খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। এছাড়া প্রীতিভোজে ৫০ উর্দ্ধ উভয় দলের সকল খেলোয়াড়রা অংশগ্রহন করে।
