কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জের ভাড়াশিমলায় রেকর্ডীয় সম্পত্তি হতে ৩৩ কেভি বৈদ্যুতিক লাইন স্থানান্ত্রিত করে সরকারি খাস সম্পত্তির উপর দিয়ে স্থাপনের আবেদন করেছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এর কাছে গোপাল চন্দ্র সরদার সহ এলাকার জমির মালিকগণ।
অভিযোগে জানা গেছে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামে রেকর্ডীয় জমির উপর দিয়ে তৎকালীন পিডিবি আমলে ৩৩ কেভি বিদ্যুৎ সংযোগ চলমান আছে। ভুক্তভোগী জমির মালিকগণের রেকর্ডীয় জমিতে মৎস্য চাষ ও ধান চাষাবাদের জমির উপর দিয়ে লাইন চলমান থাকায় তাদের চাষাবাদে বিঘœ সৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ লাইনটির পোল পরিবর্তনের কাজ চলছে বিধায় পাশ্বর্তী সরকারী খাস জমির উপর দিয়ে লাইন স্থাপনের জন্য এলাকাবাসী সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনাল অফিসে আবেদন করেছে।