কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে একটি বাড়ি লকডাউন করা হয়েছে। ঠেকরা গ্ৰামের মোঃ বদরুদ্দীন গাজীর ছেলে মোঃ আনারুল ইসলাম গত রাতে ভারত থেকে দেশে ফেরৎ আসে। বর্তমানে গ্রামের বাড়ি ঠেকরায় অবস্থান করছে।
খবর পেয়ে শুক্রবার সকাল ১১টায় কুশুলিয়া ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের সহকারী টিম লিডার হারুন অর রশিদ ও সদস্য মতিউর রহমান সেখানে গিয়ে তার বাড়ি লকডাউন করে। বিষয়টি নিশ্চিত করেছেন কুশুলিয়া করোনা এক্সপার্ট টিমের লিডার শেখ মাহামুদুর রহমান হাসান এবং শেখ আতিকুর রহমান। পরিবারের সদস্যদের কাছে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, সে সম্পূর্ণ সুস্থ আছে।
