হোম জাতীয় কালভার্টের পাশে পড়েছিল রিকশাচালকের মরদেহ

জাতীয় ডেস্ক :

পিরোজপুরে কাউখালীতে কালভার্টের পাশ থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নৈকাঠী সড়কের বিড়ালঝুড়ি কালভার্টের পাশ থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চালকের নাম মো. আলিম হোসেন হাওলাদার (৫৮)। তিনি উপজেলার সদর ইউনিয়নের আইরন গ্রামের মৃত শেরজান আলী হাওলাদারের ছেলে।

নিহতের ভাই আল আমীন হাওলাদার জানান, সকাল ১০টার দিকে উপজেলার নৈকাঠী সড়কের বিড়ালঝুড়ি কালভার্টের পাশে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ভাই সকালে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে কালভার্টের পাশেই তার রিকশাটি ভাঙাচুড়া অবস্থায় পাওয়া যায়।

তবে ধারণা করা হচ্ছে, কোনো গাড়িচাপায় তার রিকশাটি ভেঙে গেছে ও আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমাম উদ্দিন আহম্মেদ জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন হাওলাদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িচাপায় বা রিকশা গাছের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হতে পারে। বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন