জাতীয় ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনে যাত্রী ছাউনি থেকে অজ্ঞাতনামা এক ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫৫ বছর হতে পারে।
শনিবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। ফুটপাতে থাকতো। অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে তার।
খবর পেয়ে কার্জন হলের সামনের যাত্রী ছাউনি থেকে তার মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ বলেও জানান তিনি।