হোম খেলাধুলা ‘কামিন্স, স্টার্কদের সামনে টিকবে না ইংলিশদের ব্যাজবল’

খেলাধূলা ডেস্ক :

রাহুল দ্রাবিড়ের পর এবার ইংলিশদের ‘ব্যাজবল’ স্টাইল নিয়ে কৌতুক করলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ। তবে সমালোচনার সময় দ্রাবিড়ের মতো অতোটা বিনয়ী ছিলেন না এ অজি তারকা। স্টার্ক, কামিন্সদের সামনে ‘ব্যাজবল’ টিকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পরের অ্যাশেজেই যার প্রমাণ দেখা যাবে বলেও মন্তব্য স্মিথের।

বেশ কিছুদিন ধরেই ক্রিকেট বিশ্বের আলোচনার তুঙ্গে আছে ব্যাজবল শব্দটি। মূলত ইংলিশ ক্রিকেটারদের হাত ধরেই এ শব্দের জন্ম হয়েছে। থ্রি লায়নদের নতুন টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালামের ক্রিকেট দর্শনকেই এ নামে ডাকে ইংল্যান্ড দল।

১৮ টেস্টের ১৭টিতে জয়হীন থাকার পর, পুরো দলটার খোলশ বদলে দেয় ইসিবি। অধিনায়ক বদলে নিয়ে আসা হয় ব্যাড বয় স্টোকসকে। আর তার সঙ্গে লাল বলের ক্রিকেট গুরুর দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়, নাইট রাইডার্স কোচ ম্যাককালামকে। কিউই কিংবদন্তির এই চাকরি নিয়ে তখন অনেকেই হাস্যরস করেছিলেন প্রকাশ্যে। মূলত টি-টোয়েন্টি স্পেশালিস্টকে সাদা পোশাকের কোচ করায় অবাক হয়েছিলেন সবাই।

কিন্তু শুরুর দুই সিরিজেই ম্যাককালাম-স্টোকস জুটি বুঝিয়ে দিয়েছেন কেন তারা বিশেষ। এসময় টানা তিন ম্যাচে চতুর্থ ইনিংসে আড়াইশ রান তাড়া করে জিতেছে ইংলিশরা। এই সাহসী ক্রিকেট দর্শনকেই ভালোবেসে নাম দেয়া হয়েছে ব্যাজবল।

কিন্তু এজবাস্টন টেস্টে টানা তিনদিন এগিয়ে থেকেও, শেষ পর্যন্ত হারের লজ্জায় ডোবা ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের আঁতে ঘা লাগে এই দর্শন নিয়ে প্রশ্ন করায়। সংবাদ সম্মেলনেই নতুন এই ইংল্যান্ড দলকে নিয়ে কিছুটা খেদ প্রকাশ করেছিলেন নিজের। ক্রিকেটাররা ফর্মের তুঙ্গে থাকায়, ইংলিশরা সফল হচ্ছে বলেও খোঁচা দিতে বাঁধেননি তিনি।

এবার সে দলে যোগ দিলেন অজি তারকা স্টিভেন স্মিথও। চির শত্রুদের এমন উন্নতিতে জ্বলছেন লঙ্কা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা ক্যাঙ্গারু শিবির। যার প্রতিফলন ঘটেছে স্মিথের কথাতেই। ব্যাজবলকে নিয়ে রীতিমতো কৌতুক করেছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে, এই দর্শন বেশিদিন টিকবে না বলেই মন্তব্য করেন স্মিথ।

তিনি বলেন, ‘বিষয়টি অবশ্যই রোমাঞ্চকর। কিন্তু আপনি প্রতিদিন এরকম করতে পারবেন না। ঘাসের পিচে যখন কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডরা বোলিং করবে, তখন এই ব্যাজবল আপনাকে বাঁচাতে পারবে না। আসছে অ্যাশেজেই সেটা আমরা প্রমাণ করে দেব। তবে ইংলিশরা এখন যেভাবে খেলছে, তা দেখতে বেশ ভালো লাগছে।’

বর্তমানে টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্রথম টেস্ট জয়ের পর, বেশ স্বস্তিতেই আছে ক্যাঙ্গারু শিবির। গল টেস্টেও এই ধারাবাহিকতা ধরে রাখতে প্রত্যয়ী অজিরা। সে কারণে স্পিন ডিপার্টমেন্টের ওপর পূর্ণ আস্থা রাখছেন কামিন্স।

এ বিষয়ে অজি পেসার বলেন, ‘গলে প্রথাগত ভাবেই স্পিন বেশি হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। টস এখানে গুরুত্বপূর্ণ, চতুর্থ ইনিংসে কেউ ব্যাট করতে চাইবে না।’ দুই টেস্টের সিরিজে ১-০’তে এগিয়ে অস্ট্রেলিয়া।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন