হোম অন্যান্যসারাদেশ কাউখালীতে র‌্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউখালীতে র‌্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কর্তৃক Editor
০ মন্তব্য 111 ভিউজ

পিরোজপুর অফিস :

পিরোজপুরের কাউখালী থেকে র‌্যাব-৮ অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। র‌্যাব-৮ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব জানান, গত ০৪ নভেম্বর বিকালে জেলার কাউখালী উপজেলায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় উপজেলার বেকুটিয়া ফেরিঘাট হতে দড়েশত গজ উত্তরে কচা নদীর র্পূব পাশে মো. জালাল উদ্দিন হাওলাদার এর বসত বাড়ীর উঠানে কতপিয় ব্যক্তি মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বক্রিয় করছে এমন গোপন সংবাদরে ভত্তিতিে র‌্যাব সখোনে অভযিান চালালে মাদক বক্রিতোরা র‌্যাবরে উপস্থতিি টরে পয়েে পালানোর চষ্টোকালে র‌্যাব সদস্যরা উপজেলার পুকুরয়িা গ্রামের মো. নজরুল হাওলাদার ছেলে মো. হোসেন হাওলাদার(২৪) ও একই উপজেলার মুক্তারপুর গ্রামরে মো. মোখলছে খানরে ছলেে মো. সুমন খান(২৪) কে আটক করনে। পরে তাদরে দয়ো তথ্য মতে ৭২ পচি ইয়াবা ট্যাবলটে উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮, বরশিাল সপিএিসসরি ডএিডি মো. জল্লিুর রহমান বাদী হয়ে কাউখালী থানায় মাদক দ্রব্য নয়িন্ত্রণ আইনে একটি মামলা দায়রে করনে। আটককৃতরা পুলশিরে তালকিাভুক্ত নয়িমতি মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন