হোম অন্যান্যসারাদেশ কাউখালীতে দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

পিরোজপুর অফিস :

পিরোজপুরের কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ও কোভিড-১৯ এর প্রভাবে কর্মহীনদের অগ্রাধিকার ভিত্তিতে অতি দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬মে) কাউখালী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ৫০০ পরিবারের মধ্যে এ নগদ অর্থ বিতরণ করেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কৃষ্ণ চাকী কাউখালী সদর ইউনিয়ন পরিষদের সচিব আশুতোষ বড়াল প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন