হোম অন্যান্যসারাদেশ কাউখালীতে জমি নিয়ে বিরোধের জেরে স্কুল ছাত্রকে কুপিয়ে জখম 
পিরোজপুর অফিসঃ
পিরোজপুরের কাউখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক প্রবাসির ছেলে স্কুল ছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত স্কুল ছাত্র মো. জোহান (১৪) বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার বিষয়টি জানা গেছে। এর আগে গত ২৪ মার্চ দুপুরে কাউখালী উপজেলার গোসনতারা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত জোহানের দাদা আব্দুল মন্নান হাওলাদার বাদী হয়ে এ বিষয়ে শুক্রবার কাউখালী থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউখালীর থানার জে.এল ১৯নং গোসনতারা মৌজার এসএ ১৬১নং খতিয়ানে ১৭৩ নং দাগের ১৮ শতাংশ জমি রেজিষ্ট্রিকৃত দলিলমুলে আব্দুল মন্নান হাওলাদার ১৮ থেকে ২০ বছর ধরে ভোগ দখল করে আসছেন। জায়গা নিয়ে আলকাজের পরিবারের সাথে আব্দুল মন্নানেরপরিবারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
বিরোধের জেরে বুধবার দুপুরে ওই জমিতে আলকাজ দলবল নিয়ে বালু ভরাট করতে গেলে আব্দুল মন্নানের নাতী জোহান বালু ভরাটে বাঁধা দিলে তার উপর হামলা কার হয়। তাকে মুমুর্ষ অবস্থায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।
আহত জোহান বলেন, ঘটনার দিন আলকাজ ও তার সাথে ৪/৫জন লোক আমাদের জমিতে বালু ভরাট করতে গেলে আমি তাদের বালি ভরাট করতে মানা করি। এসময় আলকাজ, মিজান, মুবিনের নের্তৃত্বে কয়েকজন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় আলকাজ আমাকে এলোপাতারি কোপাতে থাকে। অন্যরা আমাকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
মামলার বাদি আব্দুল মন্নান বলেন, আমার নাতীকে হত্যার উদ্দেশ্যে এ হামলা হয়েছে। আসামিরা এর আগেও বহুবার আমাদের ওপর হামলা করেছে। ওই জমিতে আদালত ১৪৪ ধারা জারি করার পরও আলকাজ দলবল নিয়ে আদালতের আদেশ অমান্য করে জমিতে বালু ভরাট করতে যায়। কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
s
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন