হোম আন্তর্জাতিক কাঁকড়া ভাজা খেয়ে পর্যটকের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক :

বেড়াতে গিয়ে কাঁকড়া খাওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভারতের কলকাতার এক যুবক।

তার নাম সৌম্যদীপ শিকদার (২২)। তাঁর বাড়ি বেহালায়। শনিবার যুবককে অচেতন অবস্থায় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত যুবকের খালা সুস্মিতা মজুমদার বলেন, ‘আমরা শুক্রবার দিঘায় বেড়াতে এসেছিলাম। উঠেছিলাম ওল্ড দিঘার একটি হোটেলে। সকাল সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত সমুদ্রে স্নান করে সৌম্যদীপ। ওর হাঁপানির সমস্যা ছিল। সেই সঙ্গে চিংড়িতে অ্যালার্জিও ছিল।

তিনি আরও জানান, আমরা কাঁকড়া ভাজা খাব বললাম। ওর জন্য আলাদা করে ডিমভাজারও অর্ডার দেওয়া হয়েছিল। কিন্তু খাওয়ার সময় ও বলল একবার কাঁকড়া খেয়ে দেখবে। তবে কোনও সমস্যা হলে আর খাবে না। এরপর ও কয়েকটি কাঁকড়া খায়। প্রাথমিকভাবে কোনও সমস্যা না হওয়ায় ও হোটেলের ঘরে বিশ্রাম নিতে চলে যায়। সেখানেই ওর অ্যালার্জি দেখা দেয়। পরে শ্বাস আটকে সংজ্ঞাহীন হয়ে পড়ে সে।

এরপর তড়িঘড়ি সৌম্যদীপকে গাড়িতে চড়িয়ে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। তার পরিবার সূত্রে জানা যায়, এ বছরই মার্কেটিং নিয়ে স্নাতক পাস করেছিলেন সৌম্যদীপ। একটি সংস্থায় চাকরিও পেয়েছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন