জাতীয় ডেস্ক :
নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের ক্যাম্পাসে ঢুকে ছাত্রীদের উত্যক্ত করার সময় আলিফ ও সৈকত নামে বহিরাগত দুই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে কলেজ কর্তৃপক্ষ।
বুধবার (১১ মে) সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
কলেজ অধ্যক্ষ জহিরুল ইসলাম জানিয়েছেন, সকালে বেশকিছু বহিরাগত কিশোর কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রীদের উত্যক্ত করতে থাকে। সেখানে থাকা দুই ছাত্র প্রতিবাদ করলে তাদের মারপিট শুরু করে। এ সময় অন্য শিক্ষার্থী ও শিক্ষকরা সম্মিলিতভাবে ধাওয়া করে আলিফ ও সৈকত নামে দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করে। বাকিরা পালিয়ে যায়। আটককৃত দু’জনের বাড়ি কলেজ সংলগ্ন বুড়াদরগা এলাকায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানিয়েছেন, আটককৃতরা কিশোর হওয়ায় কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।
