দীপক শেঠ,কলারোয়া:
কলারোয়া স্বাস্থ কমপ্লেক্সের রিপোর্টে নতুন করে আরও ৪ ব্যক্তি করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন । বুধবার (৮ জুলাই) সরকারি হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান, বুধবারের(৮জুল্াই) রিপোর্টে আক্রান্ত ৪ ব্যক্তির মধ্যে ৩ ব্যক্তি কলারোয়ার উপজেলার বাসিন্দা আর অপরজন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। ফলে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৩৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসলেও ইতোমধ্যে ১১ জন করোনামুক্ত হয়েছেন। করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন আরো কয়েকজন। এ নিয়ে বর্তমানে উপজেলায় ২৩ জন ও কলারোয়া হাসপাতালের রিপের্টে কালীগঞ্জের ১জন মোট ২৪জন করোনা আক্রান্ত থাকলেন। নতুন আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস। ৮ জুলাই আসা রিপোর্টে নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার সোনাবাড়িয়ার মুনছুর আলীর পুত্র ফয়সাল হোসেন (২৫), হেলাতলা ইউনিয়নের উত্তর দিগং গ্রামের আশরাফুজ্জামান (৪৫), একই গ্রামের নুরুজ্জামানের স্ত্রী মাহমুদা (৫৫) ও কলারোয়ায় হাসপাতালে সংগ্রহ করা নমুনায় আক্রান্ত কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহতপুর গ্রামের শামছুর রহমানের পুত্র মুজাহিদ (২৩)। ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘এদিন পর্যন্ত ৫৬১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ৫১১ জনের রিপোর্ট এসেছে।’ উল্লেখ্য, এ পর্যন্ত নতুন করে আক্রান্ত ৪ জনসহ মোট ২৪ জন করোনা শনাক্ত ব্যক্তি থাকলেন। এরমধ্যে পৌরসদরে ৯, উপজেলার দেয়াড়া ইউনিয়নে ২, লাঙ্গলঝাড়ায় ১, কেঁড়াগাছি ১, কয়লা ১, সোনাবাড়িয়া ২, হেলাতলা ৩, কুশোডাঙ্গা ১, জালালাবাদে ১, যুগিখালী ইউনিয়নে ১জন ও দেয়াড়ায় ১জন ও কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ১জনসহ মোট ২৪ ব্যক্তি।