কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলার শ্রীপতিপুর গ্রামের শামিমুর রহমানের পুত্র খন্দকার ইমান মেহেদী (২৪)। শনিবার(২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, আমার চাচী মোছা: লাভলী খাতুন (২১) ও আমার চাচা খন্দকার আব্দুর রকিব এর সাথে দীর্ঘদিন আমাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।
তারই ধারাবাহিকতায় আমাদের জমি জবর দখল করতে বিভিন্নভাবে আমাদের ক্ষতি সাধন করার চেষ্টা করছে। এমনকি একই ভিটায় পৃথক ভাবে বসবাস করলেও তারা গায়ের জোরে সম্পত্তির লোভে আমার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৬৭৩/২০ নং মামলা দায়ের করে।
তিনি আরও বলেন, মামলার বাদী আমার চাচী একজন চরিত্রহীনা মহিলা হওয়ায় কুরুচিপূর্ণ মিথ্যা তথ্য দিয়ে আদালতকে ভুল বুঝিয়ে মিথ্যা মামলা দায়ের করেন। চরিত্রহীনা চাচি আমাকে তার শিকার বানিয়ে কৌশলে আমাকে ম্যানেজ করতে পারলে আমাদের সম্পত্তি হাতিয়ে নেওয়া সহজ বলে বলে বর্ণিত মামলা দায়ের করে।
যেটি প্রকৃতপক্ষে বাদীর আরজি বর্ণিত চরিত্রের সাথে আমাদের কোন মিল বা সঙ্গতিপূর্ণ তথ্য নয়। আমার চাচী বা তার সঙ্গীয় রাজিয়া, রাবিয়া, রশিদ, মিলন ও তার স্বামী রকিব সকলেই পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের জমিজমা হতে উচ্ছেদ করতে মিথ্যা মামলার আশ্রয় নেয়।
তাদের সাথে জমিজমা সংক্রান্তে যে বিরোধ ছিল তাহা কলারোয়া থানায় বসিয়া আপোষ মিমাংসা করি কিন্তু মিমাংসিত বিষয়টি অগ্রাহ্য করিয়া নিছক হয়রানির মানসে উক্ত মামলা দায়ের করে। তিনি বিষয়টি নিয়ে সম্মানিত সাংবাদিকদের সঠিক তথ্য প্রকাশ করাসহ সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, কলারোয়া থানার অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
