হোম রাজনীতি কলারোয়া পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আকতারুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি  :

কলারোয়া পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী গাজী আকতারুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সোমবার(১৮ জানুয়ারী) বিকেলে কলারোয়া পৌরসদরের নিজস্ব বাসবভনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে পূর্বে দুই বারের নির্বাচিত মেয়র আকতারুল ইসলাম বলেন, গত নির্বাচনের ন্যায় এবারও তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু একটি মহলের কারণে তাকে মনোননয়ন দেওয়া হয়নি।

এতে তিনি মর্মাহত হন। এছাড়া মামলায় ব্যস্ততার কারণে যথাসময়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারও করতে পারেননি বলে জানান। তিনি বলেন, বৈধ প্রার্থী হলেও তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে কোনো প্রচারণা করেননি। সেহেতু তিনি দলের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, এ জন্য সরকারিভাবে তাঁর নামে বরাদ্দকৃত প্রতীকে (নারকেল গাছ) ভোট না দেওয়ার জন্য পৌরবাসীকে অনুরোধ জানান। তিনি আরও বলেন, আগামী ৩০ জানুয়ারির নির্বাচনে তার স্ত্রী নার্গিস সুলতানা মেয়র পদে জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী।

তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত নন। তিনি নির্বাচন করবেন, না করবেন না-সেটি তিনিই ভালো বলতে পারবেন। এই বিষয়ে তাঁর পূর্ণ স্বাধীনতা রয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, তিনি কাউকে এখনো সমর্থন করেননি। তবে সুষ্ঠু ভোট হলে কলারোয়া পৌরবাসী যোগ্য ব্যক্তিকেই মেয়র হিসেবে পাবেন। সবশেষে তিনি জেলা বিএনপি’র সদস্য হিসাবে বলেন, দলের প্রতি আনুগত্য প্রকাশ করেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন