হোম অন্যান্যসারাদেশ কলারোয়া পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসাবে শফি ও জামিলের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়া পৌরসভা নির্বাচনে সাধারন কাউন্সিলর পদে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় আপিল শেষে বৈধতা লাভ করেছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌর সভায় ১নং ওয়ার্ড তুলশীডাঙ্গার কাউন্সিলর প্রার্থী শফিউল আলম শফি ও ৫নং ওয়ার্ডের (ঝিকরা দক্ষিণ) কাউন্সিলর প্রার্থী শেখ জামিল হোসেনের মনোনয়নপত্র বৈধতা ঘোষনা করা হয়েছে।

বৃহষ্পতিবার(৭ জানুয়ারী) এ তথ্য নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস। তিঁনি আরও বলেন, ‘বাতিল হওয়া দুই প্রার্থীর মনোনয়নপত্র আপিলে বৈধতা পেয়েছে। সুতরাং এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিলকারী সকল প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণে কোন বাধা নেই।’

মনোনয়পত্র বাতিলের বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নিকট আপিলের শুনানির পর দেয়া রায়ে মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। এ দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলর প্রার্থী শেখ জামিল হোসেন নিজেই। একই তথ্য দিয়েছেন এর আগে বুধবার (৬জানুয়ারী) আপিলের রায়ে ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শফিউল আলম শফি’র মনোনয়নপত্র বৈধতা পায়।

উল্লেখ্য, ঋণ খেলাপির কারণে কাউন্সিলর প্রার্থী কলারোয়া পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের জিএম শফিউল আলম শফি ও ৫নং ওয়ার্ডের শেখ জামিল হোসেনের মনোনয়নপত্র সাময়িক বাতিল করে রিটার্নিং অফিসার। পরে ঋণ পরিশোধসহ যুক্তিসঙ্গত কাগজপত্র জমা দেয়া ও শুনানী শেষে তাদের মনোনয়ন বৈধতা লাভ করেছে বলে জানা যায়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন