কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণ মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(১৪ জানুয়ারী) সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকায় অভিযান পরিচালনা করা হয়।
থানার এসআই রঞ্জন কুমার সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনাকালে অপহরণ মামলার আসামী ঝিকরগাছা থানার বাকরা গ্রামের রামপদ দাসের পুত্র প্রশেনজিৎ দাস (২৬), কে ঢাকার মীরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।.
উল্লেখ্য, কলারোয়া উপজেলার খাসপুর গ্রামের মৃত সহদেব দাসের পুত্র শম্ভু দাস, বাদি হয়ে গ্রেফতারকৃত আসামী প্রশেনজিৎ দাসের(২৬), বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে(নং-২২/১২-০১-২১’ইং) মামলা দায়ের করেন বলে থানা সূত্রে জানা য়ায়।
s