দীপক শেঠ,কলারোয়া :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে কলারোয়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়াল জুম মিটিং এর মাধ্যমে সোমবার(১০আগস্ট) বেলা ১২টার দিকে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা’র সভাপতিত্বে অনলাইন ভার্চুয়াল সভায় অংশগ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,উপজেলা সহকারি কমিশনার(ভূমি)আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন,থানার অফিসার ইচার্জ শেখ মুনীর উল গীয়াসসহ ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ । আলোচনায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানা যায়।