হোম অন্যান্যসারাদেশ কলারোয়া উপজেলার খোর্দ্দে আবারও এক ব্যক্তির করোনা পজিটিভ ॥ মোট আক্রান্ত-১৭, সুস্থ-৬

কলারোয়া উপজেলার খোর্দ্দে আবারও এক ব্যক্তির করোনা পজিটিভ ॥ মোট আক্রান্ত-১৭, সুস্থ-৬

কর্তৃক
০ মন্তব্য 102 ভিউজ

দীপক শেঠ,কলারো প্রতিনিধি:

কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোর্দ্দে আবারো এক ব্যক্তির করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এ পর্যন্ত উপজেলার খোর্দ্দ এলাকায় ৪ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। আর কলারোয়া উপজেলাব্যাপি আক্রান্তের সংখ্যা দাঁড়ালো-১৭,তবে ইতিমধ্যে চন্দনপুর ইউনিয়নের করোনা ভাইরাসে আক্রান্ত ৬ ব্যক্তি করোনামুক্ত বলে সরকারিভাবে ঘোষনা করা হয়েছে। জানা গেছে, নতুন করে আক্রান্ত কামরুজ্জামান (৬০) খোর্দ্দ গ্রামের রাজ আলীর পুত্র। তিনি ঢাকার গাজীপুরের ভাওয়ালগড়ে ’ফ্রেশ’ কোম্পানীতে কর্মরত ছিলেন। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান, গত ২২ জুন ঢাকা ফেরত কামরুজ্জামানের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। সেই রিপোর্ট বৃহস্পতিবার (২৫জুন) কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আসায় জানতে পারি তার করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এনিয়ে এ পর্যন্ত উপজেলায় ১৭ জন করোনা পজিটিভ শনাক্ত হলেও চন্দনপুর ইউনিয়নের ৬ জন ইতোমধ্যে করোনামুক্ত হয়েছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫জুন) পর্যন্ত কলারোয়ায় করোনা পজিটিভ শনাক্ত হওয়া ১৭ জন ব্যক্তির মধ্যে ইতোমধ্যে ৬ ব্যক্তি করোনা ভাইরাস মুক্ত হওয়ায় ১১ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত রইলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কলারোয়া উপজেলার পৌরসদরে ৪, জালালাবাদে ১, লাঙ্গলঝাড়ায় ১ (পৌরসভাধীন এলাকায় ভাড়া বাসা থাকতেন) ও কেঁড়াগাছি ইউনিয়নে ১ জন ও দেয়াড়া ইউনিয়নে নতুন করে এক জনসহ ৪ জন, মোট ১১ ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত রয়েছেন। এ দিকে, করোনা পজিটিভ সনাক্ত হওয়া কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডাক্তার শফিকুল ইসলাম (৩৫)সহ আক্রান্ত ১১জনই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন