কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় ৪৯ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জেন ভিত্তিক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) সকালে সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ে জোন ভিত্তিক খেলায় উপজেলা সদর” কলারোয়া জোনের ফুটবলে ( বালক) কলারোয়া আলিয়া মাদ্রাসা মুরারীকাটি দাখিল মাদ্রাসাকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ দিকে বালিকা দলের খেলায় কাজীরহাট গালর্স হাইস্কুল কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলকে ট্রাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে জোন চ্যাম্পিয়ন হয়।
এ ছাড়া বালিকা হ্যান্ডবলে কলারোয়া গালর্স পাইলট হাইস্কুল ও কাবাডি খেলায় কাজীরহাট গালর্স হাইস্কুল চ্যাম্পিয়ান হয়। বালক কাবাডি ও হ্যান্ডবলে কলারোয়া সরকারী জি,কে,এম, কে পাইলট হাইস্কুল চ্যাম্পিয়ান হয়। খেলাগুলো পরিচালনা করেন শিক্ষক আঃ গফুর, আঃ মান্নান, আমিরুল ইসলাম, শফিকুল ইসলাম, শেখ সেলিম, মাহফুজা খানম,। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। খেলাটি উপভোগ করেন মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ। বুধবার ও বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে জোন ভিত্তিক সকল খেলার জয়ী দলের মধ্যে একই ভ্যেনুতে খেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
