কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় এক আলমসাধু চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে যশোর-সাতক্ষীরা মহাসড়কের কাজীরহাট ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায়।
স্থানীয়রা জানায়, কলারোয়া পৌরসভার মুরারীকাটি গ্রামের আশরাফ আলী (৫০) শনিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ৪ টার দিকে আলমসাধূ চালিয়ে বাঁগআচড়া থেকে কলারোয়া অভিমুখে আসার পথে কাজীরহাট ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে।
ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই চালক আশরাফ আলী মৃত্যুবরণ করেন (ইন্না…রাজেউন)। নিহত আশরাফ আলী কলারোয়া পৌর বাজারের একজন চাউল ব্যাবসায়ী বলে পরিচিত। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
