হোম Uncategorized কলারোয়ায় সুজন’র আয়োজনে পৌর মেয়র প্রার্থীরা ’জনতার মুখোমুখি’

দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :

কলারোয়ায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র আয়োজনে পৌর মেয়র প্রার্থীদের ’জনতার মুখোমুখি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৮ জানুয়ারী) সকাল ১১ টায় পাবলিক ইনস্টিউট চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সুজন’র সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজনের খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন, স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, স্বতন্ত্র নারিকেল গাছ প্রতীকের প্রার্থী গাজী আখতারুল ইসলাম ও তার সহধর্মিনী জগ প্রতীকের নাসরীন সুলতানা।

উপজেলা সুজন’র সহ সভাপতি শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ ও সাংগঠনিক সম্পাদক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির, জেলা সুজনের সাধারন সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ এবিএম সেলিম, কপাই সভাপতি শেখ সহিদুল ইসালাম, কপাই সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা।

অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সুজনের কর্মকর্তা সাংবাদিক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক রাসেল, উপজেলা সুজনের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, প্রফেসর আবু বক্কর সিদ্দীক, সহ সভাপতি সাংবাদিক আজাদুর রহমান খাঁন চৌধুরী, সহ সভাপতি সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মেহেদী হাসান, সহ-সাধারন সম্পাদক সাংবাদিক সহকারি অধ্যাপক কেএম আনিছুর রহমান, উপজেলা সুজনের কর্মকর্তা মাস্টার আ: ওহাব মামুন, অব: শিক্ষক আ: রাজ্জাক, এনজিও কর্মকর্তা লতিফা আক্তার, প্রভাষক রফিকুজ্জামান, প্রভাষক বিএম ফিরোজ, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক জাকির হোসেন, মাস্টার অনুপ ঘোষ, সেবা’র সদস্য সচিব মিজানুর রহমান, সাংবাদিক জুলফিকার আলী , সাংবাদিক এসএম ফারুক হোসেনসহ সুজনের সকল কর্মকর্তা, সচেতন নাগরিক ও সূধিবৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠানে জনতার সরাসরি প্রশ্নের উত্তর দেন প্রশ্নকারীর স্ব-স্ব মেয়র প্রার্থীগণ। সকল মেয়র প্রার্থীর বক্তব্যে, আগামী ৩০ জানুয়ারী কলারোয়া পৌরসভা নির্বাচনে ভোটারদের সমর্থন কামনা করে জয়ী হয়ে পৌরসভাকে মডেল পৌর সভায় উত্তীর্ণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন